মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মৃত যুবক উপজেলার আটুলিায়া ইউনিয়নের ছোট কুপট গ্রামে আব্দুল হক গাজীর ছেলে আবু সাইদ গাজী। বৃধবার ভোর রাতে বাড়ির পাশ্ববর্তী তেতুল গাছ থেকে ওই যুবকের মরদেহ ‍ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে এলাকাবাসি সূত্রে জানা গেছে, স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় অভিমান করে আবু সাঈদ গাজী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

খুলনা গেজেটে/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন