খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

বাঘারপাড়ায় ভেজাল সার, কীটনাশক বিক্রির দায়ে কারাদন্ড

যশোর প্রতিনিধি

যশোরের বাঘাপাড়ায় ভেজাল সার বিক্রির দায়ে পবিত্র সাহা নামে এক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নারিকেল বাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এ শাস্তি দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভা মল্লিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিমসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের ভূপতি সাহার ছেলে পবিত্র সাহা ও প্রসিত সাহা দীর্ঘদিন নারিকেলবাড়িয়া বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল সার, কীটনাশক বিক্রি করছিলেন। এরই প্রেক্ষিতে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল সার, কীটনাশক বিক্রির অভিযোগের সত্যতা পান। এ অপরাধে পবিত্র সাহাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত। অভিযানের খবর পেয়ে পবিত্র সাহার ভাই প্রসিত সাহা তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। দোকানে ভেজাল সার থাকায় আদালত পবিত্র ও প্রসিত সাহার দোকান সিলগালা করে দেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন, ‘দীর্ঘদিন নারিকেলবাড়িয়া বাজারে পবিত্র সাহা ও প্রসিত সাহা ভেজাল সার বিক্রি করে কৃষকদের প্রতারিত করছেন। এ অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সত্যতা মেলায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!