মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ওই পরীক্ষার্থী কালিগঞ্জ উপজেলার নলতা ঘোনা-মাঘরী গ্রামের জনৈক সামসুর রহমানের মেয়ে মুক্তা পারভীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তা পারভীন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিষক্ত গ্যাস বড়ি খায়। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয়। মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দাফন করা হয়েছে। তবে কি কারণে সে বিষাক্ত বাড়ি খেয়েছে তা পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন