যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নূরুন্ন্বীর কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া নির্বাচনী প্রচারণার বহরে থাকা দুইটি মাইক্রোবাস ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় বিএনপি সোমবার দুপুরে যশোর প্রেসকাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে প্রার্থী নুরুন্নবী জানান , নির্বাচনী প্রচারের জন্য এদিন সকাল ১০টার দিকে তিনি কর্মী সমর্থকদের নিয়ে রুপদিয়া বাজারে যান। তারা যখন স্থানীয় একটি হোটেলে নাস্তা করছিলেন, তখন মুখোশ ও হেলমেট পরিহিত অজ্ঞাত সন্ত্রাসীরা জয় বাংলা শ্লোগান দিয়ে তার কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। হামলায় কচুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মশিয়ার রহমান জখম হন। এসময় প্রচার গাড়ি ভাংচুর করা হয়। এরপর তারা কচুয়া বাজারে গেলে সেখানেও একই ঘটনা ঘটে। সেখানে আসাদুজ্জামান নামে এক নেতাকে আহত করা হয়। এরপর পুলিশ প্রহরায় ঘটনাস্থল ত্যাগ করে শহরে ফিরে আসেন তারা। প্রার্থী নূরুন্নবী অভিযোগ করেন, তিনি যাতে নির্বাচনী প্রচারণা চালাতে না পারেন সে জন্যই পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।
এ ব্যাপারে তিনি প্রশাসনের নিরপেক্ষ ভুমিকা পালনের আহবান জানান। সংবাদ সম্মেলনের সমাপনী বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সবাইকে তাদের পাশে থাকার আহবান জানান। একই সাথে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ভোটের মাঠে থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, সাবেক পৌর মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম মারুফ, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, হাজী আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রমুখ।
খুলনা গেজেট/ কে এম