মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মোঃ আফজাল হোসেন মানিক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ৪ বছর বয়সী শিশুসন্তান গুরুতর আহত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যার আগে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন মানিক সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মোটরসাইকেলে বাঁশদহা থেকে তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এসময় বৃষ্টি নামলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে  দ্রুতগামী একটি মাইক্রোবাসটির সামনে পড়ে যায়।
এতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মানিক। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই রাস্তা দিয়ে নিয়মিত ইটভাটার ট্রাক মাটি বহন করে থাকে। এসব মাটি ট্রাক থেকে ছিটকে রাস্তায় পড়ে জমে যায় আর বর্ষা হলেই তার ওপর দিয়ে যানবাহন চলাচল করা কঠিন হয়ে পড়ে। এ ব্যাপারে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন