খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত
  প্রতিনিয়ত যুদ্ধের হুমকিতে থেকে প্রস্তুতি না নেয় আত্মঘাতী : প্রধান উপদেষ্টা
  সায়মা ওয়াজেদ পুতুল, জয়, রাদওয়ান মুজিব, আজমিনা ও রেহেনা সিদ্দিকের বারিধারা, খুলনা, গোপালগঞ্জের ৬ কোটি টাকার প্লট-জমি জব্দ ও প্রশাসক নিয়োগের আদেশ

তিন মাস পর দেশে ফিরল ভারতে  আটকা পড়া ৯ নাবিক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ভারতের তিন মাস আটক থাকার পর বাংলাদেশী নয় নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল ) বেলা ৩ টার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে  পতাকা বৈঠকের মাধ্যমে আটকা পড়া নাবিক ও জাহাজটি সাতক্ষীরার নীলডুমুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ভারতীয় জলসীমায় গিয়ে দুর্ঘটনা কবলে পড়ে বাংলাদেশী নৌযান এমভি রাফসান হাবিব-৩। এতে ভারতে আটকা পড়ে জাহাজে থাকা বাংলাদেশী নয় নাবিক।  সেই থেকে টানা তিন মাস ভারতে আটকা ছিলেন এসব নাবিকরা।
সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের  অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, তিন মাস ভারত জল সীমার ভিতরে দূর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশী নৌযান এমভি রাফসান হাবিব। সেই থেকে নৌযানটি ভারতের  হেমনগর কোস্টাল পুলিশের তত্ত্ববধায়নে ছিল। ফলে গত তিন মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছিল নাবিকরা।
তিনি আরো বলেন, ঘটনাটি বিজিবির দৃষ্টিতে আসার পর দুর্ঘটনা কবলিত নৌযানটি নাবিকসহ দেশে প্রত্যাবাসনের কার্যক্রম শুরু করে। অবশেষে বিএসএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পতাকা বৈঠকের মাধ্যমে নৌযানটি ও নাবিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। নাবিকরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!