সাতক্ষীরার কলারোয়ায় ডায়রিয়া মহামারি ছড়িয়ে পড়েছে। গত ৪দিনে শতাধিক নারী-পুরুষ ও শিশু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে কলারোয়া সরকারী হাসপাতালে ৩৪জন ভর্তি হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ডায়ারিয়ায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে-কলারোয়া উপজেলার কোটাবাড়ী গ্রামের মাসুদ হোসেন (৬৫), রায়টা গ্রামের আনিসা খাতুন (১১মাস), রদ্রæপুর গ্রামের রেনু খাতুন (৩০), লায়লা খাতুন (৫৫), মাসুরা খাতুন (৩৭), মিকাইল হোসেন (৪০), ব্রজবাকসা গ্রামের আবুল কাশেম (৭০), গদখালী গ্রামের ইমরান হোসেন (৩২), গোপিনাথপুরের ওহনা আক্তার (১বছর), রাজনগর গ্রামের ফতেমা খাতুন (৪৫), ওফাপুর গ্রামের মিম (২০), শাহপুর গ্রামের জবেদা খাতুন (৫৫), পাচপোতা গ্রামের ইসমাইল হোসেন (৩৩), রায়টা গ্রামের নাজমুন নাহার (৪৩), কামারালী গ্রামের ইতি খাতুন (২৫), বেলতলা গ্রামের ওমর আলী (৬৭), বাকসা গ্রামের ইসরাইল হোসেন (১৮), আলাইপুর গ্রামের নাজমুল হোসেন (২৬), যুগিখালী গ্রামের প্রিয়া খাতুন (২৩), ব্রজবাকসা গ্রামের সুমাইয়া খাতুন (২৬), গাজনা গ্রামের রাকিব হোসেন (৭ মাস), ব্রজবাকসা গ্রামের সামসুর রহমান (৪০)। এছাড়া অন্যরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
কলারোয়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাবুবর রহমান জানান, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা দ্রæত সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। তবে এখন ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। ডায়রিয়া আক্রান্তদের নিয়ে হাসপাতালের সকল ডাক্তার ও নার্সরা সর্বক্ষণিকভাবে চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।
খুলনা গেজেট/কেডি