মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে ৮০০ কেজি  আম বিনষ্ট, ১০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

 সাতক্ষীরার আশাশুনিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো  ৩২ ক‍্যারেটে ভর্তি  ৮০০ কেজি অপরিপাক্ক আম বিনষ্ট সহ ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে পিকআপের চাকায় পিষে আমগুলো বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসাদুজ্জামান মোড়লের ছেলে মাসুদ রানা (১৭) পিকআপ ভর্তি অপরিপক্ক আম রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গোপনে  সংবাদ পেয়ে অশাশুনি উপজেলা  নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান চাঁপড়া বেইলি ব্রিজের সামনে আশাশুনি বাসস্ট্যান্ড থেকে পিকআপ ভর্তি আমগুলো জব্দ করেন। পরে জব্দকৃত  আম  উপজেলায় পরিষদের সামনে নিয়ে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আমগুলো বিনষ্ট করে ফেলেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিক দ্রব‍্য দিয়ে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন ও ঢাকায় পাঠাচ্ছেন। এই আমগুলো বাজারজাত করতে এখনও যথেষ্ট সময় বাকি আছে। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। রাসায়নিক দিয়ে অপরিপাক্ক আম পাকানো হয়েছে। এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় উপজেলা  কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এসআই মহিতুর রহমান  উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন