বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্যামনগর উপজেলার হায়বাদপুর গ্রামে এঘটনা ঘটে।

নিহতের নাম শেখ নাজিম আহসান (৩২)। তিনি শ্যামনগর উপজেলার হায়বাদপুর গ্রামের শেখ নাসির উদ্দিন এর ছেলে।

নিহতের বাবা শেখ নাসির উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে আমার ঘরের পাশে থাকা একটি সুপারি গাছ কাটছিল শ্রমিকরা। গাছ টির গোড়া কাটার পর সেটি ঘরের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর গিয়ে পড়ে। এসময় আমার ছেলে নাজিম আহসান ছাদে গিয়ে গাছটি ধরে ফেলে দেয়ার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

 

খুলনা গেজেট / এমএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন