সাতক্ষীরার সুস্বাদু গোবিন্দভোগ আম বাজারে উঠবে আগামী ১২ মে। এসময় গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ স্থানীয় জাত সংগ্রহ করা যাবে। এছাড়া ২৫ মে হিমসাগর ও ক্ষীরশাপাতি, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপলি গাছ থেকে নামাতে ও বাজারজাত করতে পারবেন বাগান মালিকরা।
রোববার (১৬ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পশাসকের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আতিকুল ইসলামসহ জেলার ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, নির্ধারিত দিনের পূর্বে আম বাজারজাত করলে সংশ্লিষ্ঠদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা কার্বাইড বা কেমিক্যাল দিয়ে অপরিপক্ষ আম পাকাবে তাদেরকে আটক করে জেলে পাঠানো হবে।
এসময় তিনি একজন সচেতন নাগরিক হিসেবেও নির্দিষ্ট তারিখের পূর্বে সংশ্লিষ্ট আম ক্রয় না করার জন্য সকলকে অনুরোধ জানান।
সভায় জানানো হয়,এ সময়ের পূর্বে যদি কোন আম চাষী বা ব্যবসায়ী আম পরিপক্ক হয়েছে বলে মনে করেন, তবে তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার’কে অবহিত করে। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা স্বাক্ষরিত ও উপজেলা কৃষি অফিসার প্রতিস্বাক্ষরিত আমের পরিমাণ উল্লেখপূর্বক সম্মতিপত্র গ্রহণ করে ব্যবসায়িরা আম সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন।
খুলনা গেজেট/ এসজেড