জামিনের শর্ত ভঙ্গ করে এলাকায় এসে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুদ্ধাপরাধ মামলার আসামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের আকবর মাওলানা ও তার ছেলে মহিবুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নিজের বাড়ি থেকে তাদেরকে থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের শেখ জবেদ আলীর ছেলে মাওলানা শেখ আকবর আলী(৭৫) ও তার ছেলে মহিবুল্লাহ শেখ (৪৬)।
নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, মুক্তিযুদ্ধে যাওয়ার অভিযোগে নিজেরই আত্মীয় দেবহাটার জগন্নাথপুরের রহমতুল্লাহ মোড়লকে ১৯৭১ সালের ২৫ সেপ্টেস্বর (৭ আশ্বিন , মঙ্গলবার) নলতা হাটে গুলি করেন আকবর মাওলানা। পরদিন সকালে তিনি মারা যান। কালিগঞ্জের ঈশ্বরদি গ্রামের আটা বিক্রেতা মাদার গাজীকে গুলি করে হত্য, পূর্ব নলতার খোকন মোড়লের বাবা আব্দুর রহমান ওরফে মেদু মোড়লকে গুলি করে তার হাত পঙ্গু করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে আকবর মাওলানা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
আবুল হোসেন আরো জানান, ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে আকবর মাওলানা আত্মগোপন করেন। ২০১৩ সালে জামায়াত- বিএনপি’র সরকার বিরোধী নাশকতা চালানোর সময় আকবর মাওলানা আবারো প্রকাশ্যে আসেন। নাশকতা, হত্যা ও সরকারি বিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগে আকবর মাওলানার বিরুদ্ধে কালিগঞ্জ, সাতক্ষীরা সদর ও দেবহাটা থানায় কমপক্ষে ৫০টি মামলা রয়েছে।
এদিকে সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩০ অক্টোবর কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামের জামাতার বাড়ি থেকে শেখ আকবর আলীকে গ্রেপ্তার করে আইনপ্রয়োগকারি সংস্থার সদস্যরা। পরে চিকিৎসার কাগজপত্র দেখিয়ে ২০২১ সালের ২৭ ডিসেম্বর শেখ আকবর আলীর যুদ্ধাপরাধ ট্রাইব্রুনালে জামিন আবেদন করেন(০১/২২) আইনজীবী অ্যাড. মুজাহিদুল ইসলাম। অবশেষে চলতি বছরের ২৪ মার্চ আকবর আলীর শারীরিক অবস্থা বিবেচনা করে বিচারপতি মোঃ শাহীনুর ইসলাম, বিচারপতি মোঃ আবু আহম্মেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল ইসলাম তাকে জামিন দেন। জামিনদার হিসেবে ভাইপো ঢাকা মীরপুরের মোঃ কাঞ্চনের বাসায় থেকে অন্যত্র যাওয়া চলবে না, আসামী বা তাদের আত্মীয় স্বজন ইলেকট্রনিকস মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার সামনে কথা বলতে পারবে না, বাদি বা কোন সাক্ষীকে প্রভাবিত করতে পারবে না, নির্ধারিত সময়ের মধ্যে জামিনদারের সাথে ট্রাইব্যুনালে হাজির হতে হওয়া সহ জামিনে পাঁচটি শর্ত আরোপ করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, যুদ্ধাপরাধী মামলার আসামী আকবর মাওলানা ও তার ছেলে মহিবুল্লাহকে গত বছরের ১০ সেপ্টেম্বর দক্ষিশণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের পাশে উপপরিদর্শক আশিষ কুমারের দায়েরকৃত ১৪ নং নাশকতার প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক মোর্শেদ তাদেরকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে গ্রেপ্তার করেন।