সুন্দরবনে অভিযান চালিয়ে নৌকায় রান্না করা হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও এক বস্তা হরিণ ধরা ফাঁসের দড়িঁসহ দুই ব্যক্তিকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর রাত ২টার দিকে সুন্দরবনের সাপখালী খাল থেকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের বনকর্মীরা তাদেরকে আটক করে।
আটক হওয়া ব্যক্তিরা হল, সাতক্ষীরার শ্যামনগর উপজলার গাবুরার ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের বেলায়েত গাজীর ছেলে মজিবার ও কুদ্দুস শেখের ছেলে ময়নদ্দিন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, কোবাদক স্টেশনের কর্মকর্তা ফারুকুল ইসলামের নেতৃত্বে একটি টিম সুন্দরবনের সাপখালী এলাকায় অভিযান চালিয়ে হরিণের পা মাথা ও রান্না করা মাংসসহ দুইজনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড