শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের এক হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা কারাগারের হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভাটপাড়া গ্রামের রইচ উদ্দীন সরদারের ছেলে।

মৃতের ভাই আতাউর রহমান জানান, ১৫ দিন আগে একটি মাদক মামলায় তার ভাই মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সকালে তারা জানতে পারেন তার ভাই মারা গেছে।

জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ এ ঘটনা নিশ্চিত করে জানান, মাদক মামলায় মনিরুল ইসলাম কারাগারে ছিল। শুক্রবার রাতে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন