প্রশাসনের অভিযানে বাল্য বিয়ের অনুষ্ঠান পন্ড, বরের কারাদন্ড

মনিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে বাল্য বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জেল-জরিমানা করেছেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর আপন হোসেন কেসমত (৩০) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও বরের ভগ্নিপতিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামের গোলাম মোড়লের পুত্র আপন হোসেন কেসমতের সাথে মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের কিশোরী কন্যা আকলিমা খাতুনের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান বিয়ে বাড়িতে হানা দেন। এসময় বাল্য বিয়ের অভিযোগে বর আপন হোসেন কেসমত, কনে আকলিমা খাতুন ও বরের ভগ্নিপতি মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের জামশেদ শেখের পুত্র শাহিনুর রহমানকে আটক করা হয়। এদিন রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭-এর ৭ (১) ধারা মোতাবেক বর আপন হোসেন কেসমতকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও বাল্য বিয়ের আয়োজনে সহযোগীতা করায় বরের ভগ্নিপতি শাহিনুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রাপ্তবয়স্ক বয়স না হওয়া পর্যন্ত কিশোরী আকলিমাকে বিবাহ দেয়া যাবেনা মর্মে কনের পরিবারের নিকট থেকে মুচলেকা নেয়া হয়।

 

খুলনা গেজেট/ কে এম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন