সাতক্ষীরার কলারোয়ায় উদ্ধারকৃত মাইন সেলটি নিস্ক্রিয় করা হয়েছে। বুধবার (৮ মার্চ) বেলা ১২ টায় কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার পেছনের মাঠে মাইন সেলটি নিষ্ক্রিয় করা হয়।
জানা গেছে, মঙ্গলবার (৭ মার্চ)সকালে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা ফুটবল মাঠের সন্নিকটে কাশেমের বাঁশ বাগানে কবর খননের সময় ওই মাইন সেলটি উদ্ধার করে স্থানীয় জনতা।
উদ্ধারকৃত মাইন সেলটি এম-২ এ -৪ এন্টি পার্সোনাল মাইন (পাকিস্তানি ভ্যারিয়ন্টে পি -৭)। ধারণা করা হচ্ছে মাইনটি ১৯৭১ সালে মুক্তিয়ুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী কাকডাঙ্গা এলাকায় নিক্ষেপ করতে পারে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব হোসাইন খাঁনের নেতৃত্বে র্যাব -৬ খুলনার বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যবৃন্দ মাইন সেলটি নিস্ক্রিয় করেন। দীর্ঘদিনের পুরাতন হলেও নিষ্ক্রিয়ের সময় মাইন সেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা সহ র্যাব, পুলিশ ও বিজিবি’র সদস্যবৃন্দ।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, ধারণা করা হচ্ছে মাইন সেলটি ১৯৭১ সালে মহান মুক্তিয়ুদ্ধের সময়় পাকিস্তানি হানাদার বাহিনী রেখে যেতে পারে। এর আগে মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি। আজ বুধবার সকালে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যবৃন্দ মাইন সেলটি নিষ্ক্রিয় করেন।
উল্লেখ্যঃ মঙ্গলবার (৭ মার্চ)সকালে কলারোয়ার সীমান্তবর্তী কাকডাঙ্গা ফুটবল মাঠের সন্নিকটে কাশেমের বাঁশ বাগানে কবর খননের সময় ঐ মাইন সেলটি উদ্ধার করে স্থানীয় জনতা। এরপর উৎসুক জনতা বস্তুটি কাকডাঙ্গা উত্তরপাড়া ঈদগাহের পেছনে রউফ সরদারের বাঁশবাগানে এনে রাখে।
খুলনা গেজেট/ বিএম শহিদ