শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

তালায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে ধাক্কা, আহত ৪

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইকে ধাক্কা দেওয়ায় ৪ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা মেলাবাজারে এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে হাসপাতাল সুত্রে গেছে।

আহতরা হলেন, নাজমুল, আঁখি,সুমন শেখ ও রেক্সোনা।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, সোমবার সকালে খুলনা থেকে পাইকগাছাগামী (খুলনা মেট্রো-ব ১১-০১৫৩) যাত্রীবাহী বাস তালা মেলা বাজারে নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইক ধাক্কা দেয়। এসময়ে ইজিবাইকে থাকা ৪ যাত্রী আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সাতক্ষীরা তাদের সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) চেীধুরী রেজাউল করিম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন