খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  সুন্দরবনের গহিনে জ্বলছে আগুন
  দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি
  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ক্যান্সার নিয়ে গবেষণায় বিকনের সাথে খুবির সমঝোতা স্মারক

নিজস্ব প্রতি‌বেদক

ক্যান্সার নিয়ে গবেষণা, ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল এবং উচ্চশিক্ষা ও ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণসহ নানা বিষয়ে ঔষধ শিল্পের খ্যাতনামা প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের ১০ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং বিকন ফার্মার মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ আনিসুর রহমান। এমওইউ স্বাক্ষরের পরে তা বিকন ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ এবাদুল করিম, এমপি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নিকট হস্তান্তর করা হয়।

স্বাক্ষরিত এমওইউতে শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণের বিষয়ে উল্লেখ করা হয়। এগুলো হলো- খুলনা বিশ্ববিদ্যালয়ে যে মলিকুলার ল্যাবরেটরি সুবিধা রয়েছে তাতে বেশ কিছু মিউটেশন পরীক্ষা করার জন্য প্রোটোকল স্থাপন করা হবে যা সাধারণত ক্যান্সারে পাওয়া যায় (ঊএঋজ ,চউখ-১, ইজঈঅ-১, ইজঈঅ-২ ইত্যাদি)। প্রোটোকলের সফল সমাপ্তির উপর ভিত্তি করে, বিশ্বব্যাপী/স্থানীয় রোগীর ক্যান্সার টিস্যু/রক্তের নমুনা তাদের কাছে আরও পরীক্ষার জন্য পাঠানো যেতে পারে।

এছাড়া এমওইউতে গবেষণা ক্ষেত্র-ভিত্তিক জার্নালগুলোর জন্য সহযোগিতামূলক প্রকাশনা, যারা বিকনের ক্যান্সারবিরোধী ওষুধ ব্যবহার করেন তাদের রোগীদের ক্লিনিকাল ট্রায়াল ডেটা বা পর্যবেক্ষণমূলক অধ্যয়নের ডেটা প্রকাশ, ইন ভিট্রো এবং ইন ভিভো (প্রাণি মডেল) বিভিন্ন ক্যান্সারবিরোধী ওষুধের পরীক্ষা পরিচালনা এবং আশাব্যঞ্জক ফলাফল প্রকাশ এবং নতুন অণু এবং চিকিৎসা পদ্ধতির সন্ধানের জন্য শিল্পকে সমর্থন করার জন্য আপডেট করা, ইনফরমেশন এবং নলেশ শেয়ারিংয়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এবং ইন্টার্ন হিসাবে স্থানীয়/গ্লোবাল মার্কেটিং-এ প্রকল্প কাজের জন্য স্টুডেন্ট প্লেসমেন্ট, সেমিনার, চাকরি মেলা, শিল্প বিশেষজ্ঞদের দ্বারা সার্টিফিকেশন ওয়ার্কশপ এবং প্রয়োজন অনুসারে সংশ্লিষ্ট সেশনের ব্যবস্থাও উক্ত এমওইউতে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, এই এমওইউ স্বাক্ষরের ফলে ফার্মেসী ডিসিপ্লিনে গবেষণার নতুন নতুন দ্বার উন্মোচিত হলো। ফার্মেসী ডিসিপ্লিনের সাথে দীর্ঘমেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় তিনি বিকন ফার্মাসিটিউক্যালকে ধন্যবাদ জানান। একই সাথে বিকনের মতো দেশের অন্যান্য প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!