সাতক্ষীরার তালায় মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ। মঙ্গলবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নজমুন নাহার এ নিষেধাজ্ঞা আরোপ করেন। এ নিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে ১২ টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের ১৫ বছর বয়সী ছেলের সাথে একই ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের নবম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠিক হওয়ার খবর শোনা যায়। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার তাদেরকে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় তাদের স্বজনরা নিজেদের ভুল বুঝতে পারেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেয়া হবে না মর্মে তাদের কাছ থেক মুচেলকা গ্রহণ করা হয়। এ নিয়ে চলতি মাসে ১২ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। তিনি আরও জানান, নিষেধাজ্ঞা ভঙ্গ করলে তাদের জরিমানাও করা হবে।
খুলনা গেজেট/ এসজেড