মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় এক শিশু শিক্ষার্থীকে বে-ধড়ক মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। এঘটনায় ন্যায় বিচারের দাবীতে ওই শিক্ষার্থীর পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকেলে ৫ টার দিকে পৌর সদরের ঝিকরা গ্রামে ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে-পৌর সদরের ঝিকরা গ্রামের মিজানুর রহমানের শিশু ছেলে রাকিবুল ইসলাম প্রান্তের সাথে একই এলাকার জাকির হোসেনের ছেলে সুমন হোসেনের মধ্যে খেলাধুলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।

সুমন হোসেন বাসায় গিয়ে তার বাবা জাকির হোসেনের কাছে নালিশ করে। জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে প্রান্তকে  বাড়ীতে নিয়ে এলোপাতাড়ী মারপিট করে আহত করে। পরে ওই শিশু শিক্ষার্থী প্রান্তর ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে।

আহত ওই শিক্ষার্থী কলারোয়ার এমআর ফাউন্ডেশন স্কুলের ছাত্র। এঘটনায় আহত শিশু শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান থানায় জাকির হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন