শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কালিগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে ভিমরুলের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম মোঃ জেহের আলী (৬০)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী লাভলু শেখ জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জেহের আলী বাড়ির পাশে বিলে গরুর জন্য ঘাস কাটছিলেন। এসময় হঠাৎ ৪/৫টি ভিমরুল এসে বৃদ্ধ জেহের আলীকে কামড় দেয়। ভিমরুলের কামড় খেয়ে পালানোর চেষ্টা করে দৌড় দিলে ভিমরুলের দল তার পিছু নেয়। দৌড়ানোর এক পর্যায় তিনি মাটিতে পড়ে গেলে আরও ২০/২৫টি ভিমরুল এসে তাকে আক্রমণ করে। এ সময় ভিমরুলের কামড় খেয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি মেম্বর জবেদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন