মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেল চালক পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় মাটি ভর্তি ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেল চালক এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংগা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম ইমরান হোসেন (৩০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার শঙ্করপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে। তিনি রাঙ্গামাটি জেলার সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

কলারোয়া থানার উপ পরিদর্শক নাজমুল হোসেন জানান, পুলিশ সদস্য ইমরান হোসেন মোটর সাইকেলে যাওয়ার সময় কলারোয়া উপজেলার সিংগা এলাকায় মাটি ভাই একটি ডাম্পার ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় বৃষ্টি হয়ে ঘটনাস্থালেই নিহত হন পুলিশ সদস্য ইমরান হোসেন।

কলারোয়া থানার অফিসার ইনচার (ওসি) নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খুলনা গেজেট/ বি এম এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন