শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলেনর সময় দু’জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মো: আসাদুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শুভযাত্রা নামের একটি কার্গো জব্দ করা হয়।
এর আগে ভাঙন কবলিত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পদ্মপুকুর ইউনিয়নের তহশীলদার তপন কুমার মন্ডল স্থানীয় গ্রাম পুলিশদের সাথে নিয়ে কার্গোটি আটকে রাখে।
স্থানীয় একাধিক সুত্র জানায়, ভাঙন কবলিত এলাকা হওয়াতে খোলপেটুয়া নদীসহ আশপাশের এলাকা হতে বালু উত্তোলন নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় প্রভাবশালীরা রাত ও দিনে নানা কৌশলে এসব এলাকা হতে ড্রেজিং মেশিনের সহায়তায় বালু উত্তোলন করে ঠিকাদারসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছে।
সুত্রটি আরও জানায় হাফিজুর রহমানের মালিকানাধীন কার্গো দিয়ে বৃহস্পতিবার উপজেলার খোলপেটুয়া নদীর বিড়ালাক্ষীর চর থেকে বালু উত্তোলন করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পদ্মপুকুরের তহশীলদার তপন কুমার ঘটনাস্থলে পৌছে দুই শ্রমিকসহ কার্গোটি আটক রাখে। পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কার্গো জব্দের পাশাপাশি দুই শ্রমিককে আটক করে।
এবিষয়ে ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে ভ্রাম্যামন আদালতের অভিযান চলমান থাকবে।