যশোরে বিষাক্ত মদসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে তাদের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, বাঢ়ারপাড়ার মাছ বাজার গ্রামের গৌর ঘোষের ছেলে মনোরঞ্জন ঘোষ, ফতেপুর ভায়না গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে অসীম বিশ্বাস, বাঘডাঙ্গা গ্রামের নিমাইয়ের ছেলে লিংকন, বিজয় বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাস, ছাতিয়ানতলা গ্রামের পোল্লাদ আলীর ছেলে ইমতিয়াজ আলী।
অভিযানে র্যাব সদস্যরা তাদের কাছ থেকে সাড়ে সাত লিটার বিষাক্ত দেশি মদ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমান আদায় করে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, ২৫ জানুয়ারি সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে বিষাক্ত মদ পান করে কয়েকজনের মৃত্যু হয়। এরপর থেকে তারা জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই অংশ হিসেবে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক ও বিষাক্ত মদ উদ্ধার করা হয় বলে তিনি আরও জানান।
খুলনা গেজেট/ এসজেড