মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আশাশুনিতে মাটিভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে মাটিবাহি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উর্মিলা নামে এক গৃহবধু নিহত হয়েছে। রোববার( ৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার গোয়ালডাঙ্গা বাজারের সত্যরঞ্জনের বাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ উর্মিলা মন্ডল (৫০) সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মানসিক ভারসাম্যহীন রঞ্জন মন্ডলের স্ত্রী।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, রোববার সকালে গৃহবধূ উর্মিলা মন্ডল বাড়ি থেকে বের হয়ে দিনমজুর হিসেবে কাজ করতে মাঠে যাচ্ছিল। প্রতিমধ্যে সত্যরঞ্জন মন্ডলের বাড়ির কাছে পৌঁছালে দুটি মাটিবাহী ট্রাক পাশ কাটাতে গিয়ে পথচারী উর্মিলাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি।

তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।
এদিকে ঘাতক ট্রাক আটক রাখা হলোও চালক একই এলাকার নাসির উদ্দিন গাজী পালিয়ে গেছে। তবে এ ঘটনায় মামলা করবেন কিনা নিহতের মেয়ে থানায় আসলে জানাবেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ।

খুলনা গেজেট/ বি এম এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন