মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় প্রজনন মৌসুমে কঁকড়া ধরার অভিযোগে ১০ জন আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অভিযোগে সুন্দরবনের অভয়ারণ্য থেকে ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১৫ টি নৌকা, ব্যবহার নিষিদ্ধ জাল, বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া জব্দ করে বন কর্মীরা। বুধবার (১ ফেব্রুয়ারি) পশ্চিম সুন্দরবনের পাকড়াতলী চর, মাটির ভারানী ও মাটির খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া জেলেরা হল, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১০নং সোরা গ্রামের মুছা গাজী ছেলে মহিউদ্দীন গাজী, তার ছেলে আবুল কালাম ও শামিম, হান্নান শেখের ছেলে শাহাজান ও ওসমান, রহিম মোল্লার ছেলে করিম মোল্লা, বদির শেখের ছেলে আবু সাইদ শেখ এবং আশাশুনিয়া উপজেলার প্রতাপনগর গ্রামের আব্দুল খালেক ফকিরের ছেলে জহুরুল ইসলাম।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অভিযোগে বুড়িগোয়ালিনী স্টেশনের সদস্যরা তাদের আটক করে। আটক জেলেদের বন আইনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন