খুলনা, বাংলাদেশ | ১৪ ফাল্গুন, ১৪৩১ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ৭৪৩

সাতক্ষীরায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে সভা পন্ড

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

সাতক্ষীরায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা পন্ড হয়ে গেছে। মঙ্গলবার(৩১ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার আমতলা মোড়ের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এডভোকেট সৈয়দ ইফতেখারের সভাপতিত্বে শুরু হয় এই প্রস্তুতি সভা।

সভা চলার এক পর্যায়ে দলের জেলা কমিটির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম বক্তৃতা শুরু করলে হঠাৎ একদল যুবক তার দিকে তেড়ে যায় এবং কিল চড় ঘুষি দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষ গ্রুপ তা প্রতিহতের চেষ্টা করে। এসময় পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। তবে সংঘর্ষের পর বিএনপি নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করে বেরিয়ে যায়।

জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী জানান, অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আসার পর শান্তিপূর্নভাবে সভা চলছিলো। এসময় সাতক্ষীরা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের বক্তব্য চলাকালে একটি পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। এসময় তারা আব্দুল আলিমকে আক্রমণ করার চেষ্টা করলে তা দুইপক্ষের সংঘর্ষে পরিনত হয়। এভাবে চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম বলেন, বড় দলে এধরনের গ্রুপিং গন্ডগোল ফ্যাসাদ থাকে থাকবে। এমন বড় কিছু নয়।

জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তারিকুল হাসান বলেন, ‘প্রস্তুতি সভায় সদস্য সচিব আব্দুল আলীমের বক্তব্য উত্তেজনাকর হওয়ায় তার দিকে নেতাকর্মীরা রুখে যায়। সেখান থেকে সবাই চলে গেলে সভা বন্ধ হয়ে যায়।

বিএনপি নেতা জাহিদ বলেন, জেলা কমিটির সদস্য সচিব আব্দুল আলিম বক্তৃতা শুরু করলে প্রথমে বিএনপিকর্মী আইনুল ইসলাম নান্টা বক্তার দিকে চড়াও হয়। সাথে সাথে সংঘবদ্ধ ভাবে মারপিটেও উদ্যেত হলে পুরো সভা তারা পন্ড করে চলেও যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি, শেখ তারিকুল হাসান, মৃনাল কান্তি রায় প্রমুখ,

প্রস্তুতি সভা পন্ড হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হলে তা দলের জন্য অশনি সংকেত। এতে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সরকারপক্ষ এটা নিয়ে হাসিতামাশা করবে।

সাতক্ষীরা সদর থানার ওসি (অপারেশন) তারেক আহম্মেদ জানান, বিএনপির নিজেদের এক গ্রুপ আরেক গ্রুপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!