মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে ইটভাটা ও শুটকি পল্লীতে অভিযান : জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরের কয়েকটি ইটভাটা ও শুটকি মাছের খটিতে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ জানুয়ারি) উপজেলার ফুলবাড়ি মাহমুদপুর ও নওয়াবেঁকীর কুপোট এলাকায় অবস্থিত মোস্তফা ব্রিকস, জামান ব্রিকস ও বাবলু শুটকির খটিতে এই অভিযান পরিচালনা করেন শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

অভিযানকালে অনুমোদনহীন কাঠ দিয়ে ইট পোড়ানো ও কৃষি জমির মাটি ব্যবহারের অভিযোগে মোস্তফা ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে কৃষি জমির মাটি ব্যবহারসহ ভাটার মধ্যে কাঠের উপস্থিতির কারণে খোলপেুটয়া নদীর তীরের জামান ব্রিকসকে সতর্ক করা হয়।

অপরদিকে, উপজেলার আটুলিয়া মহিন্দ্রছিল এলাকার বাবলু খটি নামীয় শুটকি মাছের আড়ৎ-এ অভিযান চালিয়ে শুটকি তৈরীর কাজে কাঠ ব্যবহার করায় খটি বন্ধ করে দেয়ার পাশাপাশি মালিক বাবলু বিশ্বাস ও অসীম মন্ডলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন