মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নাশকতা মামলায় সাতক্ষীরা পৌর মেয়র চিশতী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় নাশকতা মামলায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। নাশকতার একটি মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বতীকালিন জামিনে ছিলেন তিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা চীফ জুডিশায়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক হুমায়ন কবির তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাজকিন আহমেদ চিশতী সাতক্ষীরা পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এবং পৌর বিএনপির সদস্য সচিব। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মৃত আবুল কাশেম ভ্যাদল এর ছেলে।

সাতক্ষীরা আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. ওকালত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন