বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে দেড় কেজি সোনাসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক আভিযান চালিয়ে এক কেজি ৫৭০ গ্রাম ওজনের দেশী তেজাবী সোনা উদ্ধার করেছে। এসময় মোটরসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে এই সোনা উদ্ধার করা হয়।

আটক সোনা চোরাকারবারির নাম সাব্বির হোসেন (১৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ছয়ঘোরিয়া গ্রামের হারুনার রশিদের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরার বৈকারী সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বৈকারী বিওপি’র একটি টহল দলের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৪৯ বরাবর এলাকায় একটি মোটরসাইকেলর গতি রোধ করে। পরে ওই মটর সাইকেলে রাখা একটি ব্যাগ থেকে ১ কেজি ৫৭০ গ্রাম ওজনের দেশী তেজাবী সোনার বার উদ্ধার করে বিজিবি সদস্যরা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধারকৃত সোনার মূল্য ৯৪ লাখ ২১ হাজার টাকা।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন