শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে মোঃ আজিম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আজিম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মোঃ আব্দুল আলিম মোড়লের তিন ছেলের মধ্যে সবার ছোট।
শিশু আজিম এর চাচা আবু বক্কার মিলু জানান, বাড়ির উঠানে খেলা করতে গিয়ে আজিমের শরীরে কাঁদা লেগে যায়। গৃহস্থলীর কাজে ব্যস্ত থাকায় তাকে তার মা পাশের পুকুরে যেয়ে শরীরের কাঁদা ধুয়ে আসতে বলে। আজিম পুকুরে যাওয়ার পর দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরবর্তীতে পুকুরে তল্লাশী করে তলিয়ে যাওয়া আজিমের মৃত দেহ উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম কুমার মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন