শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। পরে বিয়ের দাবিতে শীতকে উপেক্ষা করে ওই ছাত্রী যুবকের বাড়িতে অনশন করে। শুক্রবার বিকেলে উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত মাগুরাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে রাসেল বাদশা।

ভুক্তভোগী বলেন, প্রায় এক বছর আগে রাসেল বাদশার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার দুই মাসের সন্তান আমার গর্ভে। আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে বিয়ে করছে না। তাই তার বাড়িতে এসে উঠি। পরে পুলিশ আসলে বিষয়টি তাদের খুলে বলি। এ সময় পুলিশের সহযোগিতায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়।’

এ ব্যাপারে ওই যুবকের পিতা মাগুরা ইউপি সদস্য মো: মইনুল ইসলাম জানান, ‘আমার ছেলে যদি দোষী হয় তা হলে তাদের বিয়ে ব্যবস্থা করা হবে।’

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করেন। আসামী রাসেল বাদশাকে আটকের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন