সাতক্ষীরার একটি হত্যা মামলার পলাতক আসামী আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়রম্যান আ’লীগ নেতা শাহনেয়াজ ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাত ৩ টার দিক ঢাকার উত্তরা এলাকার নিজের ফ্লাট থেকে সাতক্ষীরা গোয়েন্দা শাখা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান ডালিম সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মোজাহার সরদারের ছেলে। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান শাহনেয়াজ ডালিম আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের আলোচিত শরবত হত্যা মামলার এক নং আসামী। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। হত্যাকান্ডের পরপরই তিনি পালিয়ে যান। পালিয়ে থেকেও তিনি এলাকায় একের পর এক বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন। তার ইন্ধনে রবিবার স্থানীয় কাপসন্ডা গ্রামে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ডালিম ও তার স্ত্রীসহ একাধিক ব্যক্তির নামে আশাশুনি থানায় আরো একটি মামলা দায়ের করা হয়।
এদিকে চেয়ারম্যান ডালিম ঢাকার উত্তরা এলাকার নিজের ফ্লাটে পালিয়ে রয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা শাখা পুলিশ অভিযান চালিয়ে ভোর রাত ৩ টার দিকে তাকে গ্রেফতার করে। তাকে সাতক্ষীরায় আনা হচ্ছে বলে জানায় পুলিশ।
প্রসঙ্গত, সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে একটি ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে গত ১০ এপ্রিল (শুক্রবার) সন্ত্রাসী হামলায় আহত মো. শরবত আলী মোল্লা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল ভোর রাত ১ টার দিকে মারা যান।
নিহত মোঃ শরবত আলী মোল্লা (৫৫) গদাইপুর গ্রামের মৃত ছামছুর মোল্লার ছেলে। এ ঘটনায় আহত হয় আরো ৭ জন। এ ঘটনায় পুলিশ খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেয়াজ ডালিমের আপন দুই ভাইসহ ১০ জনকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরা গোয়েন্দা শাখা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) ইয়ছিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম