সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এনএসআই’র সহকারী পরিচালক পরিচয়দানকারী রোমান হোসেন (২৮) আটক হয়েছে। সে নড়াইল জেলার লোহাগড়া থানার চাচাই ধানাইড় গ্রামের কায়েম শেখ ও আনজুয়ারা বেগমের ছেলে। গত কয়েকদিন ধরে কলারোয়া পৌর সদরের ১নং ওয়ার্ড তুলসীডাঙ্গা গ্রামের আনিছুর রহমানের বাড়িতে থেকে এনএসআই এর সহকারী পরিচালকের ভুয়া পরিচয় দিয়ে আসছিলো। এমনকি কলারোয়া থানার ওসির সাথে পরিচয় দিয়ে বিভিন্ন তথ্য চান।
কলারোয়া অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মৃধা বলেন, রোমান হোসেন নিজেকে এনএসআই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে তার কাছেও যান। পরে হিজলদী বিজিবি তাকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে। মামলার প্রস্তুতি চলছে।
বুধবার (১৮জানুয়ারি) বেলা সাড়ে ৩টার রোমান নিজেকে হিজলদী বিজিবি ক্যাম্পে যান। সেখানে সীমান্তের বিভিন্ন গোপন তথ্য জানতে চাইলে বিজিবি সদস্যদের মনে সন্দেহ জাগে। এর পরে বিজিবি ক্যাম্প থেকে সাতক্ষীরা জেলা এনএসআই অফিসে যোগাযোগ করা হলে তারা ভুয়া বলে জানান। পরে আটক করে রাখার নির্দেশ দেন।
খুলনা গেজেট/কেডি