মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরার দেবহাটায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে সাতক্ষীরা দেবহাটায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৬ জানুয়ারি) সকালে গণভবন থেকে দেবহাটা মডেল মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেবহাটা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবাহাটা পুলিশ সুপার সজিব খাঁন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, সাতক্ষীরা গনপূর্তের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শফিউল আজম, ইসলামি ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক আবুল কালাম আজাদ,দেবাহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল বশার প্রমুখ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন