মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বালু ভর্তি ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পৌনে ৪ টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের কামলানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক মো: আব্দুল্লাহ শেখ তালা উপজেলার মোবারকপুর গ্রামের মো: সিরাজ উদ্দীন শেখের ছেলে।

নিহতের চাচাতো ভাই ইউপি মেম্বর জাহাঙ্গীর হোসেন বলেন, আব্দুল্লাহ মোটরসাইকেল যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহর বাইপাস সড়ক দিয়ে মোবারকপুর নিজ বাড়িতে ফিরছিলেন। বিকেল পৌনে ৪ টার দিকে মোটরসাইকেল নিয়ে তিনি কামলানগর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপ পুলিশ পরিদর্শক অনিলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন