সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় ফকির আহম্মেদ শাহ (৬০) নামের এক কলেজ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফকির আহম্মেদ শাহ পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
কলেজ শিক্ষক অধ্যাপক নাজমুল হক জানান, মঙ্গলবার সকালে সহকারী অধ্যাপক ফকির আহম্মেদ শাহ একটি মহিন্দ্রাতে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটা কলেজে যাচ্ছিলেন। পতিমধ্যে পাটকেলঘাটার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরব নগর মোড়ে পৌছালে একটি দ্রুত গতির যাত্রীবাহি বাস মহিন্দ্রাকে ধাক্কা দেয়। মহিন্দ্রাটি রাস্তার উপর উল্টে গুরুতর আহত হন কলেজ শিক্ষক ফকির আহম্মেদ শাহ। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রের্ফাড করা হয়। খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খুলনা গেজেট/এমএম