শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

তালায় আনন্দ মুখর পরিবেশে শুভ বড়দিন উদযাপিত

তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালায় আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। রবিবার সকাল থেকে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। বড়দিন উপলক্ষ্যে তালা উপজেলায় গীর্জায় সমবেতভাবে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা, আলোক প্রজ্জ্বালন, কেক কাটা ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনসহ নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব উদযাপন করা হয়।

সকালে শুভ বড়দিন উপলক্ষ্যে গোনলী-হরিচন্দ্রকাটি এফসিসিবি চার্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সংসদ সদস্য’র সহধর্মিনী নাসরীন খান লিপি,খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম,পাষ্টর রঘুনাথ সরকার, আমরা বন্ধু টিমের সদস্য অর্ঘ্য ঘোষ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তিরা ।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন