বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

যশোরে ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোর শহরতলীর শানতলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা জিআরপি পুলিশের।

জিআরপি পুলিশ সূত্র জানায়, রোববার ভোরে স্থানীয়রা শানতলা রেলক্রসিংয়ের পাশে এক অজ্ঞাত নারীর লাশ দেখে পুলিশে খবর দেয়। এরপর সকাল ৯ টার দিকে জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জিআরপি পুলিশের ইনচার্জ এসআই তারিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের যে কোনো সময় ট্রেনে কেটে ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন