খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

জলবায়ু পরিবর্তনে, উপকূলীয় এলাকায় ২১ দিনের জারিগান ও রোড শো কর্মসূচী সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে উপকুলীয় এলাকায় ২১ দিনের জারিগান ও রোড শো কর্মসূচী সমাপ্ত হয়েছে। বুধবার এ কর্মসূচী সমাপ্ত হয়। ইউএনডিপি’র সহায়তায় বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ সংস্থা এ কর্মসূচীর আয়োজন করে।

স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিশ্ব উষ্ণায়ন বেড়ে গেছে। এর অভিঘতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ বাংলাদেশ ও উপকূলে অবস্থিত ইউনিয়ন সমুহ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ঝড়, সাইক্লোন, নদীভাঙ্গন, উপকূল সুরক্ষাবাঁধ ভাঙ্গন এখন উপকূলবাসী তথা সাতক্ষীরা জেলার উপকূলের মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।

প্রতিবছর একাধিকবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আঘাতে হারাচ্ছে সম্পদ, কৃষিজমি, গবাদিপশু, বৃক্ষরাজি প্রভৃতি। ভেঙ্গে পড়েছে আর্থিক অবস্থা। ব্যাহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, সেনেটারি ও হাইজিন ব্যবস্থাসহ নাগরিক ও সামাজিক নিরাপত্তা। ফলে মানুষ বাস্তচ্যুত হয়ে এবং বসত ভিটা হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হয়ে কর্মহীন, মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। যে কারণে উপকূলীয় এলাকার বসবাসকারী জনসাধারণের স্বাভাবিক জীবনব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যা মানুষের বেঁচে থাকার সকল মৌলিক অধিকারসহ বিভিন্ন মানবাধিকারকে ক্ষুন্ন করছে।

এসকল বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গত ১ ডিসেম্বর থেকে শুরু করে ২১ ডিসেম্বর পর্যন্ত টানা ২১দিন ব্যাপী উপকূলীয় এলাকায় জারিগান ও রোড-শো কর্মসূচীর আয়োজন করা হয়। বুধবার ২১ ডিসেম্বর শ্যামনগরের গাবুরা এবং আশাশুনির খাজরা ইউনিয়নে জারিগান ও রোড শো করার মাধ্যমে এ কর্মসূচী শেষ হয়েছে।

তিনি আরও বলেন, এই কর্মসূচির আওতায় সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ, রমজাননগর, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, গাবুরা এবং আশাশুনি উপজেলার বড়দল, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর, শ্রীউলা ইউনিয়নে জারীগান ও রোড-শো আয়োজন করা হয়।

কর্মসূচির শেষ দিনে জারিগান ও রোড শো’তে স্বদেশ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা অর্ডিনেটর ফারুক হোসেন, উপজেলা কো-অর্ডিনেটর শেখ মোতাহার হোসেন ও কমিউনিটি মোবিলাইজার চিরঞ্জিত দাশ, সুশান্ত মুন্ডা। সমাপ্তিতে খাজরা ইউনিয়ন পরিষদ ও গাবুরা ইউনিয়ন পরিষদে জারিগান করা হয়। এসময় উল্লেখিত দু’টি ইউনিয়নের গুরুত্বপূর্ন বাজারগুলো প্রদক্ষিণ এবং জারিগানের মাধ্যমে এলকার মানুষকে জলবায়ু অভিঘাতজনিত মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সচেতন করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!