খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

এলজিইডির গাড়ি চালক জগলু হত্যা মামলায় স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

যশোর প্রতিনিধি

ঝিনাইদহের এলজিইডির গাড়ি চালক হাসানুজ্জামান জগলু হত্যা মামলায় স্ত্রীসহ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক গাজী মাহাবুবুর রহমান।

অভিযুক্ত আসামিরা হলো, নিহত জগলুর স্ত্রী কুষ্টিয়া স্কুলপাড়ার মৃত খন্দকার আব্দুস সামাদের মেয়ে তহমিনা পারভীন তমা ওরফে হালিমা, মুন্সিগঞ্জজের সিরাজদিখান থানার তাজপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে ঢাকার বাসিন্দা মোরসালিন ভুইয়া মিশু, বরিশাল বানারীপাড়ার থানার পশ্চিম জিরারকাঠি গ্রামের মৃত আব্দুল হালিম ঢালীর ছেলে ঢাকার বাসিন্দা আল আমিন ঢালী ও খুলনা ডুমুরিয়ার নরনিয়া গ্রামের মিজানুর রহমান খানের ছেলে ঢাকার উবার চালক হুসাইন আহমেদ।

মামলা সূত্রে জানাগেছে, জগলু ঝিনাইদহ এলজিইডি’র অফিসের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি অফিসের ডরমেটরিতে থাকতেন। ২০১৯ সালের ২৭ আগস্ট রাতে অফিসে কর্মরত আনসার সদস্যকে জানিয়ে তিনি ভাইরা ভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। এরপর তিনি আর ফেরেননি। পরদিন সকলে কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়নের নেতার মাধ্যমে পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে যশোর জেনারেল হাসপাতাল মর্গে এসে লাশ সনাক্ত করেন।

এরআগে কোতয়ালি থানা পুলিশ চুড়ামনকাঠি-বারিনগরের মাঝামাঝি রাস্তার পাশ থেকে অপরিচিত এক ব্যাক্তির লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
২৮ আগস্ট নিহতের ভাই এটিএম হাকিমুজ্জামান কাবলু অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই তদন্তের দায়িত্ব পায়।
এ মামলার দীর্ঘ তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের দেয়া বক্তব্য যাচাই বাছাই করে হত্যার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে শনিবার আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত চারজনকে আটক দেখানো হয়েছে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!