দিনভর নানা কর্মসূচির মধ্যে দিয়ে শনিবার (১৯ নভেম্বর) শ্যামনগরে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে ১৯৭১ সালের এই দিনে প্রথম শত্রুমুক্ত হয় দেশের সর্ব দক্ষিণের উপজেলা শ্যামনগর।
শ্যামনগর হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ, মুক্তিযোদ্ধা সমাবেশ, র্যালি, লাঠি খেলা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হলরুমে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী প্রমুখ।