সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। অক্সফ্যাম ইন বাংলাদেশের আয়োজনে ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় শনিবার (১৯ নভেম্বর) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে গণশুনানি অনুষ্ঠিত হয়।
বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে গণ শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন।
এতে বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা নিবাহী কর্মকর্তা আক্তার হোসেন, অক্সফ্যাম ইন বাংলাদেশের হেড অব দ্যা প্রোগ্রাম মাহমুদা সুলতানা, ব্রেকিং দ্যা সাইলাইসেন্স প্রতিনিধি জাহিদুল ইসলাম, ব্রকিং দ্যা সাইলাইসেন্স এর সাতক্ষীরা ইনচার্জ শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অ লগুলো প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। গত তিন দশকে সামুদ্রিক ঘুর্নিঝড়, জলোচ্ছাস ও নদী ভাঙন সুন্দরবন উপকূলীয় জনপদগুলো লন্ডভন্ড করে দিয়েছে।
গ্রীন হাউস প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধিতে এক দিকে যেমন সমুদ্র পৃষ্টের তলদেশ উঁচু হয়ে যাচ্ছে অন্যদিকে নদ-নদীর নাব্যতা হারিয়ে গতিপথে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ফলে জলবায়ু পরিবর্তন জনিত কারনে সমুদ্রের পানি উপকূলীয় এলাকায় উপচে পড়ছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে লক্ষ লক্ষ সহায় সম্বল হারিয়ে সর্বশান্ত হচ্ছে।
গণশুনানিতে এ সময় জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকুলীয় উপজেলা শ্যামনগরের সামাজিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিভিন্ন বিষয় তুলে ধরেন ক্ষতিগ্রস্ত স্থানীয় এলাকাবাসী।