৯ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন মেডিকেল কলেজের অর্থোপেডিক্সের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৭ নভেম্বর তিনি খুলনার ফুলতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। এরপর তাকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মুখ ও ডান হাতে মারাত্মকভাবে আহত হয়েছিল।
খানজাহান আলী ও ফুলতলা থানা পুলিশ জানায়, ৭ নভেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দামোদার স্কুলের পাশে খুলনা-যশোর সড়কে প্রাইভেটকার ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারে থাকা ডা. মো. আব্দুল কাদের মারাত্মকভাবে জখম হন। পুলিশ ঘটনাস্থল থেকে চিকিৎসককে উদ্ধার করে প্রথমে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অভয়নগর হাইওয়ে পুলিশ প্রাইভেটকার এবং ট্রাক আটক করেছে। তবে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।
আরও জানা যায়, প্রাইভেটকারটি নিজে চালিয়ে ডা. মো. আব্দুল কাদের ফুলতলা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ডা. মো. আব্দুল কাদেরের বাড়ি নড়াইল জেলায়।