মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় ১৩ দফা দাবিতে মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রত্যয়নের দাবিসহ ১৩ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদ্রাসার শিক্ষকরা।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার (১৪ নভেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পদক আলতাফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এ.এ.এম ওজায়েরুল ইসলামসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসক বরারবর স্মারকলিপি প্রদান করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন