মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে অস্ত্র ও গু‌লিসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতি‌বেদক

র‌্যাব-৬ এর অ‌ভিযা‌নে অস্ত্র ও গু‌লিসহ এক ব‌্যক্তি গ্রেপ্তার হ‌য়ে‌ছে। শনিবার সন্ধ‌্যা ৭ টা ১০ মি‌নি‌টের দি‌কে তা‌কে সাতক্ষীরার পাট‌কেলঘাটা উপ‌জেলার খ‌লিশখালী এলাকা থে‌কে গ্রেপ্তার ক‌রা হয়।

গ্রেপ্তার হওয়া ব‌্যক্তি হ‌লেন, সুকুমার দাশ। তি‌নি সাতক্ষীরার পাট‌কেলঘাটা এলাকার বা‌সিন্দা।

রোববার (১৩ নভেম্বর) র‌্যাব-৬ এর পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাট‌কেলঘাটায় ক‌তিপয় ব‌্যক্তি মাদকদ্রব‌্য ক্রয়- বিক্রয়ের উ‌দ্দে‌শ্যে খ‌লিশখালী এলাকায় অবস্থান কর‌ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে সুকুমার দাশ‌কে গ্রেপ্তার ক‌রে। প‌রে তার দেহ তল্লাশী ক‌রে এক‌টি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গু‌লি উদ্ধার ক‌রা হয়।

পরবর্তী‌তে উদ্ধার হওয়া আ‌গ্নেয়াস্ত্রসহ তা‌কে থানায় হস্তান্তর করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন