খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বিজনেস এন্ড অন্ট্রোপ্রেনারশীপ ক্লাবের উদ্যোগে ‘টেকনোলজি এন্টারটেইনমেন্ট ডিজাইন ক্রিয়েশন’ শীর্ষক মোটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মোটিভেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, সংগঠনের উপদেষ্টা ইসিই বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন ও এমই বিভাগের প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান।
অনুষ্ঠানে অতিথি স্পিকার হিসেবে মোটিভেশনাল বক্তব্য রাখেন অভিনেত্রী আফসানা মিমি, পাঠাও রাইডের কো-ফাউন্ডার আহম্মেদ ফাহাদ, লেখক ও এনিমেশন কার্টুনিস্ট অন্তিক মাহ্মুদ, মনের ইস্কুলের কো-ফাউন্ডার ফাইরুজ ফাইজা বিথার, বসুন্ধরা গ্রুপের হেড অব পাবলিক রিলেশনস জাকারিয়া জালাল, গ্লোবাল আন্ডার গ্রাজুয়েট এ্যাওয়ার্ড জয়ী মাসুদা খান, শিখ এর কো-ফাউন্ডার জাসিন জাকারিয়া, ইরিকসন এর প্রোগ্রাম ডিরেক্টর জুলকার নাঈম ইবনে তাহসিন, প্রমূখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।