সাতক্ষীরার কালিগঞ্জে খাবারের প্রলোভনের ফাঁদে ফেলে ফুটবল খেলা দেখাতে নিয়ে যেয়ে এক শিশুকে বলৎকারের অভিযোগে রুহুল আমিন মোড়ল (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার( ২ নভেম্বর) গভীর রাতে থানার উপ-পরিদর্শক নকীব আহমেদ পান্নু কুশুলিয়া ইউনিয়নের চন্ডিতলা গ্রাম থেকে তাকে আটক করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু বলৎকারের অভিযোগে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর অভিযান চালিয়ে আসামিকে আটকের পর বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী শিশু সাতক্ষীরার আদালতে ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
প্রসঙ্গত: গত ৩১ অক্টোবর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা ফুটবল ময়দানে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিলো। খেলা শেষে সন্ধ্যার পর মাঠের পাশের একটি বাগানে নিয়ে রুহুল আমিন মোড়ল তৃতীয় শ্রেণির এক ছাত্রকে বলৎকার করে। এঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টি ধামাচাপা দিতে রুহুল আমিন মোড়ল ও তার ঘনিষ্ঠ সহযোগিরা প্রচেষ্টা চালায় বলে জানা গেছে।
খুলনা গেজেট/ টি আই