বিদেশে পাঠানোর নামে আত্মসাৎকৃত ১ লাখ টাকা এক প্রতারকের কাছ থেকে উদ্ধার করে নিজ মালিকের কাছে ফেরত দিল সাতক্ষীরা জেলা পুলিশ। রোববার (৩০ অক্টোবর) বিকালে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান তার কার্যালয়ে প্রতারণার শিকার আবুল হোসেনের কাছে হস্তান্তর করেন।
এরআগে প্রতারণার শিকার ভুক্তভোগী আবুল হোসেনের সন্তানকে বিদেশ পাঠানোর নামে প্রতারক দেলোয়ার হোসেন গং তার কাছ থেকে তিন লাখ ৬০ হাজার টাকা গ্রহন করেছে মর্মে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই প্রতারকের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করে তার কাছে ফেরত দেন।
জানা যায়, প্রতারকচক্রের হোতা দেলোয়ার হোসেনসহ তার সহযোগীরা পাটকেলঘাটা থানার ছোট কাশিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মিন্টু শেখকে বিদেশ পাঠানোর প্রলোভন ৫ লাখ টাকা দাবি করে। তিনি (আবুল হোসেন) তার নিজ বসত বাড়ি বন্ধক রেখে তিন লাখ ৬০ হাজার টাকা দেলোয়ার হোসেনকে প্রদান করেন। এরপর বসতবাড়ি হারিয়ে আবুল হোসেন এক পর্যায়ে তার বাড়ির পাশে নিজ গোয়াল ঘরে বসবাস শুরু করেন। ছেলেকে বিদেশে না পাঠিয়ে দেলোয়ার হোসেন তালবাহানা করতে থাকে। পরে তিনি বুঝতে পারেন তিনি প্রতরনার শিকার হয়েছেন। একপর্যায়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেনের কাছে তদন্তপুর্বক ব্যবস্থা নেয়ার জন্য পাঠান। এরপর তিনি বিষয়টির সত্যতার পাওয়ার পর উক্ত প্রতারক দেলোয়ার হোসেনের কাছ ৩ লাখ ৬০ হাজার টাকার মধ্যে এক লাখ উদ্ধার করে পুলিশ সুপারের কাছে দেন। পুলিশ সুপার উক্ত টাকা আবুল হোসেনের কাছে হস্তারন্তর করেন।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানেন, অবশিষ্ট টাকা উদ্ধারে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/ এস জেড