কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমেনা ফুডস্ এন্ড তৃপ্তি হোমমেড বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের উপজেলা বিআরডিপি অফিসের পেছনে অবস্থিত আমেনা ফুডস্ এন্ড তৃপ্তি হোমমেড বেকারির কারখানায় বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমেনা ফুডস্ এন্ড তৃপ্তি হোমমেড বেকারির কারখানার শ্রমিকদের স্বাস্থ্যসম্মত পোশাক ও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট না থাকায় এবং খাদ্যদ্রব্যের প্যাকেটে নির্দিষ্ট তারিখ না থাকার অপরাধে ফ্যাক্টরির ম্যানেজার ইমাম হুসাইনকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় এক মাসের মধ্যে সকল প্রকার বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য বিধি মেনেই খাদ্য সামগ্রী তৈরির নির্দেশ দেন।
খুলনা গেজেট/এনএম