মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কলারোয়ায় গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ির আত্মহত্যা

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় রশিতে ফাঁস লাগিয়ে ঝন্টু (২২) নামের এক ব্যবসায়ি আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার সন্ধ্যায় নিজ বাড়ীতে। নিহত ঝন্টু উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের আকবর আলীর ছেলে। সে পেশায় একজন তেল ও হলুদ মিলের ব্যবসায়ি।

বাড়ীর সদস্যরা জানায়, ঝন্টু প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায় কলারোয়া বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে এসে নিজের ঘরে যায়। এক পর্যায়ে বাড়ির সদস্যরা রাত ৮ টার দিকে খাওয়ার খেতে ডাকলে ঝন্টুর কোন সাড়া না পেয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের ফ্যান (পাখার) হুকের সাথে রশি পেঁচিয়ে সে আত্মহত্যার করেছে।

সাথে সাথে বিষয়টি থানা পুলিশকে জানিয়ে লাশ উদ্ধার করে। পারিবারিকভাবে ঝন্টুর আত্মহত্যার কারণ কেউ বলতে পারেনি। তবে এলাকাবাসি জানায়, আত্মহননকারী যুবক ঝন্টুর বিয়ের প্রস্তুতি চলছিলো।

থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা
রেকর্ড করা হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন